UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার তেঁতুল বিচি আমদানি ভারত থেকে

ঊষার আলো
মার্চ ৭, ২০২১ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারত থেকে প্রথমবারের মতো আমদানি করা হচ্ছে তেঁতুলের বিচি। ০৬ মার্চ শনিবার বিকেলে ভারত থেকে চট্টগ্রামের উজ্জ্বল শাহ নামের ১ আমদানিকারকের তেঁতুল বিচি বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে হিলি বন্দরে। এর পরপরই বন্দরে প্রবেশ করে আরও ২ টি তেঁতুল বিচি বোঝাই ট্রাক।
তেঁতুল বিচি আমদানির বিষয়টি নিশ্চিত করেছে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনিক সরকার। তিনি বলেন দেশে কয়েল তৈরির কাঁচামাল হিসেবে তেঁতুল বিচির চাহিদা থাকার কারণে প্রথমবার এটি আমদানি করা হচ্ছে। দামও ভালো রয়েছে দেশের বাজারের। আমদানিকৃত এসব তেঁতুল বিচি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
হিলি কাস্টমসের তথ্য মতে, শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন তেঁতুল বিচি আমদানি হয়।

 

 

(ঊষার আলো-এম.এইচ)