UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রথম বাংলাদেশি হিসেবে যে নজির গড়লেন সৈকত

usharalodesk
মার্চ ২৮, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে জায়গা পেলেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। আইসিসির বার্ষিক মূল্যায়ন এবং নির্বাচন প্রক্রিয়ায় সৈকতকে এই সম্মাননা দেওয়া হয়।

এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এক আনন্দের খবর। তার কারণ বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেলেন সৈকত।

২০০৬ সাল থেকেই আন্তর্জাতিক প্যানেলে আছেন সৈকত। ২০১০ সালের জানুয়ারিতে মিরপুরে বাংলাদেশ-শ্রীলংকার ওয়ানডে ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় এই আম্পায়ারের।

ছেলেদের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ১০টি টেস্ট, ৬৩ ওয়ানডে আর ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন সৈকত।

নারী ক্রিকেটে অনফিল্ড আম্পায়ার হিসেবে ১৩টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

ঊষার আলো-এসএ