UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী আমাগো স্থায়ী ঠিকানা করে দিয়েছে : তৃতীয় লিঙ্গের উপকারভোগী

usharalodesk
জুন ২০, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : আমাদের কোন জায়গা-জমি ও ঘর-বাড়ি নাই। আমরা যেখানে যায়, ঘর ভাড়া করে থাকতে হয়। তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় আমাদের কেউ ঘর ভাড়া দিতে চাই না। ইউএনও স্যার আমাদের ডেকে জমিসহ একটি করে রঙিন ঘর দিয়েছে। আগে আমাগো কোন ঠিকানা ছিল না। প্রধানমন্ত্রী আমাগো স্থায়ী ঠিকানা করে দিয়েছে। আজ আমরা অনেক খুশি। মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। রোববার (২০ জুন) দুপুরে মুজিববর্ষের জমিসহ নতুন ঘর পেয়ে এ ভাবেই অভিমত ব্যক্ত করেন তৃতীয় লিঙ্গের মারুফা, লাবনী ও জুঁইসহ অনেকেই।
উল্লেখ্য, রোববার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নির্মিত ২য় পর্যায়ের ৫৩ হাজার ৩৪০টি পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনীর মধ্য দিয়ে পাইকগাছার ৩শ ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয় ৩শ রঙিন ঘর। যাদের মধ্যে প্রায় ১০ জন রয়েছে তৃতীয় লিঙ্গের উপকারভোগী। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় অত্র উপজেলার বিভিন্ন স্থানে ২য় পর্যায়ের এসব ঘর নির্মাণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উপস্থিত উপকারভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর এবং আবাসনে গিয়ে তাদের ঘর বুঝে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে স্থানীয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আরোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও তৃপ্তি রঞ্জন সেন।
(ঊষার আলো-এমএনএস)