UsharAlo logo
বুধবার, ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কায় মতবিনিময় করেছেন: মির্জা ফখরুল

ঊষার আলো রিপোর্ট
জুলাই ২৩, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই-আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে, সেজন্য মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান।

এর আগে উদ্ভূত পরিস্থিতে গতকাল রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপিসহ চারটি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক হয়েছে। ওই বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এসময় প্রতিশ্রুত সময়ে নির্বাচন প্রক্রিয়াকে তরান্বিত করার বিষয়ে ঘোষণা দিয়ে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব। তাদের মধ্যে ইগো কাজ করে। তবে সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যাগুলো কমে আসবে। এনসিপির ওপর হামলা কিংবা সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

ঊষার আলো-এসএ