UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য চালু হবে ‘প্রবাসী’ অ্যাপ

usharalodesk
মার্চ ৩১, ২০২১ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রবাসীদের জন্য তথ্য সেবাদান তৈরি অ্যাপ ‘প্রবাসী’র উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে রাজধানীতে সোনারগাঁও হোটেলে এ অ্যাপের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আলম বলেন, ‌‘বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক প্রবাসীর সহজে ও সাচ্ছন্দ্যে সেবা নিশ্চিত করতে তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করতে হবে। কারণ প্রযুক্তি শুধু স্বচ্ছতাই সৃষ্টি করে না সময় এবং অর্থেরও সাশ্রয় করে। এ ক্ষেত্রে এটি প্রবাসীদের জন্য নতুন এক দুয়ার উন্মোচন করবে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

(ঊষার আলো-এফএসপি)