বাংলাদেশ ট্যাক্স লইয়ার’স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, খুলনা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রথিতযশা কর আইনজীবী, দৈনিক বাংলার বিশিষ্ট সাংবাদিক সিনিয়র রোটারিয়ান মনিরুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৮৮ বছর। আজ শনিবার বাদ জোহর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলকে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট সাংবাদিক মনিরুল হুদার ইন্তেকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছে। বিবৃতিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
ঊআ-বিএস