UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ

ঊষার আলো
আগস্ট ২, ২০২২ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পুলিশের গুলিতে ভোলার স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম মাতব্বরের মৃত্যু ও অসংখ্য নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশটির আয়োজন করেছে।

এদিকে বিএনপির সমাবেশে কারণে প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ হয়েছে। এছাড়া, আশপাশের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক সড়কের মাঝখানে বসে এবং আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এতে করে প্রেস ক্লাবের সামনের সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।

ঢাকা মহানগর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আজকের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঊষার আলো-এসএ