তথ্য বিবরণী : ৪৯তম উপআঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরিশিক্ষা ক্রীড়াসমিতির উদ্যোগে গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাতাঁর প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান ১৪ অক্টোবর শুক্রবার দুপুরে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করতে হবে। খেলাধুলা যেমন শরীরকে সুস্থ-সবল রাখে তেমনি মনকেও প্রফুল্ল রাখে। একজন ক্রীড়াবিদ দেশের সম্পদ। ক্রীড়া কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলোয়াড়সুলভ মনোভাব তৈরি করে। আমাদের মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। তিনি বলেন, সরকার খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় উৎসাহ দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ এসএম আব্দুল খালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় খুলনা বিভাগের ১০ জেলার জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।