ঊষার আলো ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতারের নিন্দা এবং বিরোধী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। তারা বলেন, সরকার বিরোধীদলকে দমন-পীড়নের অংশ হিসেবে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা ও দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখার যে পদক্ষেপ গ্রহণ করেছে, তারই ধারাবাহিকতায় গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।
শুক্রবার (০৯ ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ আজ বাকশালীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। দেশে হারানো গনতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ঐক্যবদ্ধ জনগনকে বন্দুকের নলের জোরে রুখে দেয়া যাবে না। রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানি করে জনগণকে নেতৃত্ব শূন্য করার যে দিবাস্বপ্ন দেখছে সরকার তা কিছুতে-ই সফল হবে না। হুশিয়ারি উচ্চরন করে তারা আরো বলেন, বন্দুকের নলের জোরে কোন স্বৈরশাসক ক্ষমতায় থাকতে পারেনি; বর্তমান সরকারও পারবে না। নির্বাসিত গনতন্ত্র-বিপন্ন মানবতা পুনরুদ্ধারে, বিধ্বস্ত অর্থনিতি থেকে দেশকে মুক্ত করতে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে। ১৪ বছর ধরে জনগণের সকল অধিকার হরণকারী সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার উল্লেখ করে নেতৃবৃন্দ আরো বলেন, দেশ কারা পরিচালনা করবে-কিভাবে করবে সে সকল সিদ্ধান্ত এখন জনগণের হাতে। হুমকি-ধামকি ও উস্কানিমূলক বক্তব্য পরিহার করে গ্রেফতারকৃত সকল বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তি দিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন নেতবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সম্মানীত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড.শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীম এজাজ খান, খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।