UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফজরের নামাজ পড়া হলো না তার, সড়কে গেল প্রাণ

usharalodesk
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় ভটভটির ধাক্কায় মাহতাব উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর এলাকার আমনুরা-নয়াগোলা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহাতাব উদ্দিন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর গ্রামের মৃত তাইনুস উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্য ভোর আনুমানিক ৫টার দিকে বাসা থেকে বের হন মাহতাব উদ্দিন। এ সময় রাস্তা পার হতে গিয়ে আমনুরা থেকে নবাবগঞ্জগামী একটি মাছভর্তি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, ভটভটিটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুপুরের পর মরদেহ দাফন করা হবে।

ঊষার আলো-এসএ