UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফটোগ্রাফার না আনায় বিয়ে ভেঙে উঠে গেলেন কনে

pial
জুন ৪, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বর ফটোগ্রাফার জোগাড় করতে না পারায় বিয়ে বাতিল করে দিলেন কনে। গত ২৯ মে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। পাত্রীর বাড়ি কানপুর দেহাটের মঙ্গলপুরের এক গ্রামে। তার বাবা পেশায় একজন কৃষক। বিয়ে ঠিক হয়েছিল ভোগনিপুরের এক পাত্রের সাথে। সমস্ত আয়োজনই হয়ে গিয়েছিল, অনেক খরচ করে অনুষ্ঠানের জোগাড় সারেন কনের বাবা।

বিয়ের দিন সময় মতো ‘বারাত’ (বিয়ের মিছিল) এসে গেল। কনের পরিবার তাদের রীতিমাফিক স্বাগত জানায় এবং মালাবদলের জন্য কনে ও বর মঞ্চে যায়।

আর স্টেজে উঠেই চারিদিকে তাকাতে থাকেন কনে। আত্মীয়, পরিজন ও বন্ধুরা তো আছেন। তবে আসল লোক কই? কনে বুঝতে পারেন, তাঁর স্মরণীয় মুহূর্ত ধরে রাখার জন্য কোনো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারের ব্যবস্থা নেই। সাথে সাথেই বিয়েতে অংশ নিতে অস্বীকার করেন কনে। আর শুধু তাই নয়, বিয়ের মঞ্চ থেকে নেমে আসেন। এবং চলে যান পাড়ার এক প্রতিবেশীর বাড়ি।
সবাই মিলে কনেকে বোঝানোর অনেক চেষ্টা করেন, তবে কনের সাফ কথা, ‘যে মানুষটা আজ আমাদের বিয়ের বিষয়েই যত্ন নেয়নি, সে মানুষ ভবিষ্যতে কীভাবে আমার দেখভাল করবে?’ পরিবারের অন্যরাও তাকে বোঝানোর চেষ্টা করেন। তবে কোনো কথাই শুনতে নারাজ কনে।

এ ব্যাপার-স্যাপার দেখে পরে স্থানীয় থানায় যায় বরপক্ষ। আর থানা থেকে মিটমাট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তারপর দুই পক্ষই পারস্পরিক সম্মতিতে বিনিময় করা নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র ফেরত দিতে সম্মত হয়।

সূত্র : হিন্দুস্থান টাইমস

(ঊষার আলো-এফএসপি)