সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় শিববাড়ি মোড়ে খুলনার সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবীতে ও মজলুম ফিলিস্তিনিদের আহবানে বৈশ্বিক হরতালের সমর্থনে খুলনা দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা সিনিয়র যুগ্ন আহবায় মোঃ কদরুল ইসলাম এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি ও সর্বদলীয় সমাবেশের সমন্বয়ক আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, জাতীয় ওলামাশায়েখ আইম্মা পরিষদের নগর সভাপতি মুফতি গোলামুর রহমান, সাবেক সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান,জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর এর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা ইমাম পরিষদ এর সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম নাজমুস সাউদ, বাংলাদেশ খেলাফত মজলিস এর সভাপতি শরিফ সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শহিদুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন,বাংলাদেশ গণঅধিকার পরিষদ মোঃ বিল্লাল হোসেন, জমিয়াত ওলামায়ে ইসলাম খুলনা মহানগর এর সদস্য সচিব মুফতী জাকির হুসাইন, ফারহাদ হাসান রাজ, ইয়াছিন গাজী, গোলাম মোস্তফা, সাব্বির রহমান শুভ, মোঃ সাদিকুর রহমান, মোঃ ইমরান হোসেন মিয়া,ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, হেফাজত ইসলামের মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, মুফতি অলিউল্লাহ মাহমুদ, মুফতি মাহফুজুর রহমান, মুফতি ইসহাক ফরিদী, মুফতি ইব্রাহিম খলিল , মোহাম্মদ রাকিব হাসান, হোসাইন আদনান, শেখ হাসান ওবায়দুল করিম, এস এম আকবর, শাহ জিয়াউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর এর আহবায়ক আল শাহরিয়ার,খুলনা জেলার সদস্য সচিব মোঃ সাজিদুল ইসলাম বাপ্পি, নগর যুগ্ম সদস্য সচিব ফাহিম ফয়সাল, হানজালা হোসেন, বিএনপি’র হুমায়ুন কবির, যুবদলের এবাদুল হক রুবায়েত, আল শাহরিয়ার, মোঃ জাহিদুল ইসলাম, আসিফ আকাশ, মুফতি ফজলুল হক, মুফতী নাজমুল ইসলাম, মোঃ হারুনার রশীদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মোঃ আব্দুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি এস এমন আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মোঃ মাহদী হাসান মুন্না সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরাইলকে থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য হয়ে পড়েছে জানিয়ে নেতৃবৃন্দ বলেন, গাজায় ইসরাইলের গণহত্যা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে। কথিত মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকার বিবেক গণহত্যাকারী জায়োনিস্ট ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় অব্যাহতভাবে ফিলিস্তিনের মজলুম জনগণের ওপর বছরের পর বছর দখলবাজি ও বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সারখ্যাত দেশটি। অথচ আন্তর্জাতিক সম্প্রদায় নির্বিকারচিত্তে শুধু দেখেই যাচ্ছে, কারণ ফিলিস্তিনিরা মুসলমান। মুসলমানের মানবাধিকার ‘নাই’ করে দিয়ে পশ্চিমা বিশ্ব ইতিহাসের চরম ভুল পথে হাঁটছে, যা তাদের জন্য আত্মঘাতী।
নেতৃবৃন্দ আরো বলেন, আমেরিকার জনগণকে আমরা সর্বোচ্চ প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান করছি। এতে তাদের দায় রয়েছে। কারণ তাদের ভ্যাট ও ট্যাক্সের টাকায় ইসরাইলকে অবিরত সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে ইসরাইলের দাসত্ব গ্রহণ করা আমেরিকার ক্ষমতালোভী শাসকগোষ্ঠী। মার্কিন শাসকগোষ্ঠীকে এই রাষ্ট্রীয় দাসত্বনীতি থেকে বের করে আনার রাজনৈতিক উদ্যোগ আমেরিকার জনগণকেই নিতে হবে। জবাবদিহিতার মধ্যে তাদের শাসকগোষ্ঠীকে আনতে না পারলে পৃথিবীতে মানবতার কোনো মূল্যই আর থাকবে না।
নেতারা আরো বলেন, পৃথিবীর পরিশুদ্ধতা ও মানবতার অগ্রগতির জন্য অবৈধ জালিম রাষ্ট্র ইসরাইলের পতন অনিবার্য হয়ে পড়েছে। ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী জায়োনিস্ট ইসরাইলকে থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য হয়ে পড়েছে। এর অংশ হিসেবে মুসিলম বিশ্বের সামরিক প্রতিরোধ, ঐক্যবদ্ধ রাজনৈতিক তৎপরতা, প্রতিবাদী গণ-আন্দোলন ও ইসরাইলি পণ্য বয়কটের কর্মসূচি একযোগে বিশ্বব্যাপী পালন করতে হবে, যতক্ষণ না অবৈধ ইসরাইল রাষ্ট্রের সমূলে বিনাশ ঘটে। এক্ষেত্রে ধর্ম ও দল-মত নির্বিশেষে দুনিয়ার সমগ্র মানবিক বোধসম্পন্ন মানুষের অংশগ্রহণ কাম্য।
নেতৃবৃন্দ ভারতের ওয়াকফ বিল পাশের প্রতিবাদ জানিয়ে বলেন , ভারতের মুসলমানদের নিঃস্ব করে মুসলমানদের সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপের জন্যই ওয়াকফ বিল পাস করেছে। ভারতের লোকসভায় ওয়াকফ বিল পাস মানবাধিকারের চরম লঙ্ঘন। এর মাধ্যমে মুসলমানদের প্রতি অবিচার করা হয়েছে। ভারতের এ বিল নতুন করে সঙ্কট সৃষ্টি করবে। ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী ভারতকে মুসলিম শূণ্য করার নীলনকশায় মেতে উঠেছে। এ আইনের মাধ্যমে মুসলিমদের স্বার্থে চরমভাবে আঘাত করা হয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, মুসলমানদের সম্পত্তিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় মোদি সরকার। নতুন করে দাঙ্গা বাধিয়ে মুসলমানদের হত্যার জন্য ব্যাপক বিরোধিতা স্বত্ব্যেও বিলটি পাশ করেছে বিজেপি সরকার। সমাবেশ শেষে হাজার হাজার তৌহিদের জনতার মিছিল নিয়ে খুলনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
ঊআ-বিএস