UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলতলায় আকরাম তেরখাদায় আবুল হাসান ও দিঘলিয়ায় শেখ মারুফ চেয়ারম্যান নির্বাচিত

ঊষার আলো ডেস্ক
মে ২১, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন (আনারস) পুণঃরায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আলহাজ্ব শেখ ইকবাল হোসেন (তালা) ও ফারজানা ফেরদৌস নিশা (কলস) নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এ, এস, এম রোকনুজ্জামান খান জানান, উপজেলার মোট ৪৩টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে।

নির্বাচনে উপজেলার ৫০ হাজার ৩’শ ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুসারে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন আনারস প্রতিক নিয়ে ২১ হাজার ৮’শ ২৮ ভোট পেয়ে পুণঃরায় নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি শেখ সাব্বির হোসেন রানা ঘোড়া প্রতিক নিয়ে ১৬ হাজার ৮৪ ভোট ও বিলকিছ আক্তার ধারা মটরসাইকেল প্রতিক নিয়ে ১২ হাজার ৪’শ ২০ ভোট পান। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আলহাজ্ব শেখ ইকবাল হোসেন তালা প্রতিক নিয়ে ২৩ হাজার ১’শ ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি কে.এম জিয়া হাসান তুহিন উড়োজাহাজ প্রতিক নিয়ে ১৪ হাজার ৩৫ ভোট ও আবু তাহের রিপন মাইক প্রতিক নিয়ে ১২ হাজার ১’শ ৫ ভোট পান। অপরদিকে, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফারজানা ফেরদৌস নিশা কলস প্রতিক নিয়ে ২৪ হাজার ৬’শ ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি রেক্সোনা আজম ফুটবল প্রতিক নিয়ে ২৩ হাজার ৮’শ ৬ ভোট পান। উল্লেখ্য, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের ফলাফল পুণঃ গণনার জন্য আবেদন প্রেরিত হয়েছে।

অপরদিকে তেরখাদায় আবুল হাসান শেখ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ২৮ হাজার ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ২২ হাজার ৭৩৮ ভোট পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে এস এম ওবায়দুল্লাহ ১৮৯৩১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন শেখ মো: আনিচুল হক পেয়েছেনর ১২৫৩১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীম আক্তার ১৪৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন পাখি রানী বিশ^াস ১১৬৮৩ ভোট পেয়েছেন। মোট ৪৩ ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

দ্বিতীয় ধাপে মঙ্গলবার খুলনার ফুলতলা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় নিরূত্তাপ ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই ছিল বেশি। এদিকে খুলনার দিঘলিয়া উপজেলায় আনারস প্রতীকের শেখ মারুফুল ইসলাম বর্তমান চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হয়েছেন। অসমর্থিত সূত্র জানিয়েছে, শেখ মারুফুল ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৪২৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন মল্লিক পেয়েছেন ১৬ হাজার ২৭৩ ভোট।