UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলতলার গাড়াখোলায় নারীর লাশ উদ্ধার

usharalodesk
মার্চ ১৬, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলাে প্রতবিদেক : খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রাম থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার ভোরে উপজেলার গাড়াখোলা গাজী পাড়া মসজিদের পাশে মাথার পিছনে রক্তাক্ত জখম অবস্থায় অজ্ঞাত এক মহিলাকে উদ্ধার করে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেøক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে দাফনের জন্য লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়।

এসআই মধুসূধন পান্ডে বলেন, মারা যাওয়া অজ্ঞাত ঐ নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত কয়েকদিন ধরে তাকে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। পড়ে গিয়ে মাথায় আঘাত লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ফুলতলা থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।