ফুলবাড়ীগেট প্রতিনিধি: নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ০৬ নং ওয়ার্ডের গিলাতলা দক্ষিণ পালপাড়া মোড়ের মেসার্স সজল জুয়েলার্স এর স্বত্তাধীকারি সুভাষ পাল গত ২৬ জুন বেলা সোয়া ১ টার সময় ফুলতলা উপজেলা পরিষদে যান, গিলাতলা দক্ষিণপাড়া মহাশ্বশ্নান এর উন্নয়ন সংক্রান কাজে। তিনি তার নিজ মটর সাইকেল অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি খুলনা (মেট্রো -ল -১১ -৮৭৭৯) রং কালো ,মডেল ২০১৬ ফুলতলা উপজেলা চত্বরে মোটরসাইকেল গ্যারেজ রেখে উপরে যান। বেলা সোয়া ২ টার সময় কাজ শেষে গারেজের সামনে এসে দেখেন তার মটরসাইকেলটি নেই। পরে উপজেলা পরিষদের সিসি ক্যামেরাতে দেখা যায় এক শার্ট পরিহিত এক যুবক মটরসাইকেলটি নিয়ে চম্পট দেই ।
এ দিকে দিনে দুপুরে সিসি ক্যামেরা থাকার পরেও মটরসাইকেল খোয়া যাওয়ার ৩ দিন অতিবাহিত হলেও মটরসাইকেলটির কোন সন্ধান করতে পারেনি পুলিশ । উপজেলা পরিষদের মত জায়গা থেকে মটরসাইকেল চুরি হওয়ায় সাধারন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ।
ফুলতলা থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার জানান, এ ব্যাপারে ভুক্তভোগি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন, আমরা ইতিমধ্যে খোয়া যাওয়া মটর সাইকেল উদ্ধারের জন্য কাজ শুরু করেছি। উল্লেখ্য দির্ঘদিন ধরে ফুলতলা থানা এলাকাতে দিনের বেলায় বিভিন্ন বাসা বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক চুরি হওয়াতে স্থানিয় বাসিন্দারা চরম আতংকে দিন কাটাচ্ছে।