UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলতলা উপজেলা যুবলীগ সভাপতির শয্যাপাশে জেলা আ’লীগ সভাপতি শেখ হারুন

koushikkln
নভেম্বর ২৮, ২০২২ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফুলতলা উপজেলা যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিন গুরুতর অসুস্থ হয়ে খুলনার বেসরকারী গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর শুনে সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় হাসপাতালে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের পুণঃ নির্বাচিত চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
তিনি কর্তব্যরত চিকিৎসক ডাঃ বঙ্গকমল বসুসহ অন্যান্য চিকিৎসকের সাথে তার চিকিৎসার সার্বিক খোজখবর নেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা ৫- আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সদস্য শিউলি সরোয়ার, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃণাল হাজরা (ভারপ্রাপ্ত), জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, তেরখাদা উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য এম ডি মফিজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা বিধান চন্দ্র রায়, জেলা তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল খান, জহুর শেখ, জেলা ছাত্রলীগ নেতা তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাসার, মোঃ কবিরুল ইসলাম, ইসমাইল মৃধা ইমন, বাধন মিরাজুল প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ তার আশু সুস্থতা কামনা করেন।