ফুলবাড়ীগেট প্রতিনিধি : আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টায় আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ গাওসুল আযম হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলতলা সরকারী মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক সমীর কুমার ব্রহ্ম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আই পি,এস সি এর প্রাক্তন ছাত্র ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাগর কুমার দত্ত,সহকারি অধ্যাপক সুতপা দে, ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ রওশন আলী, অধ্যাপক অমল কুমার দাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা, প্রধান শিক্ষক ও সাংবাদিক তাপস কুমার,উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম শামসুল আলম খোকন, ডাক্তার অমিতাব দাস,সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, সহকারী পুলিশ পরিদর্শক জনাব শফিকুল ইসলাম, আই পি,এস সি এর প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট কাইয়ুম হোসেন নয়ন, শিক্ষক নেতা সানোয়ার হোসেন মোড়ল,এলিজা খাতুন, মোঃ ফয়জুল কবীর, মোঃ মহিউল ইসলাম, শফিউল আযম বাবু,জাহিদুল ইসলাম জুয়েল, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।পুরষ্কার বিতরণী শেষে ছাত্র ছাত্রীদের পরিবেশনা ছাড়াও আনন্দধারা সংস্কৃতিক একাডেমী ও অগ্নিশিখা শিল্পী গোষ্ঠীর পরিচালনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে খুলনা রেজ্ঞ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুলের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় । খুলনা রেজ্ঞ রিজার্ভ ফোর্স (আর আর এফ) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) নওরোজ আহম্মেদ তালুকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অভিভাবক প্রতিনিধি বেগ খালিদ হোসেন বাবু, শিউলী বেগম , বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার শাহাজান হাওলাদার প্রমুখ।