UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীগেটে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

koushikkln
সেপ্টেম্বর ১১, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেটে ট্রেনে কাটা পড়ে এক বাক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। ১১ সেপ্টেম্বর শনিবার বেলা ১ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আনোয়ার শেখ ভোলা (৬০) তিনি মহেশ্বরপাশা বণিক পাড়া মৃত্যু মাওলানা আব্দুর রহিম এর পুত্র।

খুলনা জিআরপি থানা সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১টায় খুলনা স্টেশন থেকে বেনাপোল গামী ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটি ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা বাকপ্রতিবন্ধী ব্যক্তি আনোয়ার শেখ ভোলা সেখানে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের পরিবারিক সুত্রে জানা গেছে, তিনি কথা বলতে না পারলেও দিনমুজুরের কাজ করতেন। ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাসানুর রহমান জানান খবর পেয়ে ঘটনাস্থলে যান। মরদেহ খুলনা জিআরপি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ।