UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীগেটে শ্রমিক জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা

koushikkln
ডিসেম্বর ১, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনার আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বন্দকৃত ব্যক্তিমালিকানাধীন মহসেন, এ্যাজাক্স, সোনালি, জুট স্পিনার্স , আফিল সহ বন্দকৃত সকল জুট মিল চালু ও চুড়ান্ত পাওনা পরিশোধ ও সম কাজে সমমজুরী, ২০০৬ সালের শ্রম আইন কার্যকরি করা, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা, শ্রমিকদের স্থায়ি করা, পিএফ গ্রাইচুটি সহ যাবতীয় ছুটি কার্যক্রর, জাতীয় নি¤œতম মুজুরী কমিশন গঠন, মুল মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ, ২০০৬ সালের শ্রম আইন মোতাবেক বেসরকারী জুট মিল পরিচালনাসহ শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন রেজি নং (১০) এর উদ্যোগে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি শুক্রবার (০২ ডিসেম্বর) বিকাল ৩ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট শ্রমিক জনসভা সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা, বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সন্ধায় শিরোমনি শিল্প এলাকার গাফফারফুড মোড়স্থ ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় বক্তৃতা করেন আফিল জুট মিলের শ্রমিক নেতা মোঃ নিজামউদ্দিন, শেখ ইলিয়াছ হোসেন, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কেসমত আলী, সোনালী জুট মিলের শ্রমিক নেতা মোঃ সেকেন্দার শেখ, বাবুল শেখ, মোঃ বিল্লাল শেখ, মুন্সি আবুল কাশেম, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা মোঃ আঃ ওদুদ, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, আঃ ওহাব, বীর মুক্তিযাদ্ধা ক্বারী আসহাবউদ্দীন প্রমুখ।