UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীগেট স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার : আটক ১

koushikkln
সেপ্টেম্বর ৪, ২০২১ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়িগেট প্রতিনিধি : খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট বাজারের চৌধুরী মার্কেটের মনিহার জুয়েলার্সে গত ৩ আগস্ট সকাল সাড়ে ১০ টায় দোকানের শোকেচের ট্রেতে রাখা স্বর্ণলংকার চুরি হয় । দোকান মালিক মোঃ মজœুরুল ইসলাম জানান প্রতিদিনের মত ৩ আগষ্ট সকালে দোকান খুলে আমি বাজারের মসজিদ মার্কেটে পানি আনার জন্য যাই , ৫ মিনিট পরে এসে দেখি দোকানের মালামাল এলোমেলো এ সময় ১ জনকে বের হতে দেখে ধাওয়া করলে সে পালিয়ে যায় ঘটনার পর থেকে বিভিন্ন সিসিফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য অভিযানে নামে থানা পুলিশ ।
৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টার সময় ফুলবাড়ীগেট পুরাতন কুয়েট রোড এলাকা থেকে ফুলবাড়ীগেট কপোতাক্ষ এলাকার (সাত্তার মোড়লের বাড়ির ভাড়াটিয়া) -মোঃ চান্দু শরীফের পুত্র মোঃ শাহিন শরীফ (২২) কে খানজাহান আলী থানার এস আই লুৎফুল হায়দার চুরি হওয়া একজোড়া স্বর্ণের কানের প্লেন রিং, একজোড়া স্বর্ণের প্রদীপ কানের দুল, একজোড়া স্বর্ণের কানের দুল (ঘুন্টিপাশা), একজোড়া স্বর্ণের কানের ঘুন্টি দুল, মোট ৬ আনা ৪ পয়েন্ট স্বর্ণলংকার উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস জানান উদ্ধারকৃত স্বর্ণালংকার এর মুল্য ২৬ হাজার টাকা , এ ঘটনায় দোকান মালিক মজœুরুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা করেছে মামলা নং ৩/০৯/২১ ইং ।