UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফের ট্রাকে পণ্য বিক্রি শুরু

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম।

এতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভতুর্কি মূল্যে পণ্যগুলো বিক্রি করা হবে।  এতে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর পাওয়া যাবে।

নিম্নআয়ের উপকারভোগী কার্ডধারী পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

তবে একজন ক্রেতা এক দফায় সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।

পণ্যগুলোর নির্ধারণ করা হয়েছে, ভোজ্যতেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা, চিনি প্রতি কেজি ৭০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা, খেজুর প্রতি ৫০০ গ্রাম ১৫৫ টাকা।

এতে জানানো হয়েছে, অন্য বিভাগীয় শহর ও কিছু জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম দ্রুত শুরু হবে।

এর আগে গত ৩১শে ডিসেম্বরের পর এ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিলো।

ঊষার আলো-এসএ