UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে বিভেদ ও অনৈক্য ভুলে ঐক্যবদ্ধ হতে হবে : গোলাম পরওয়ার

ঊষার আলো প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

র‌্যালী, আলোচনা ও সম্মাননা প্রদানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে খুলনায় দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সূবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে।আজ মঙ্গলবার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও দৈনিক সংগ্রামের সাবেক ব্যুরো প্রধান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান অন্তর্ববর্তীকালীন সরকারকে ব্যর্থ ও অকার্যকর প্রমাণ করতে পতিত ফ্যাসিস্ট দিল্লীতে বসে চক্রান্ত ও ষড়যন্ত্র করছেন।

তিনি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে বিভেদ ও অনৈক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটা ফেয়ার, ফ্রি, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশনের মধ্যদিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব নিয়েছে। একটা নতুন বাংলাদেশ নির্মাণ অভিযাত্রায় এই সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। পতিত ফ্যাসিস্ট আবার ফিরে এসে এই জাতিকে ১৭ বছর আগের কালো যুগে ফিরিয়ে নিতে চায়। অনেক এজেন্সি তার সাথে যুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অকুতোভয় সূর্য্য সন্তানেরা এবং সকল দেশ প্রেমিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি বার বার সে চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। চারবার পাল্টা ক্যু করার অপচেষ্টা করা হয়েছে। জুুডিশিয়াল ক্যু, আনসার কান্ড, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টার্ন বিভিন্ন ধরনের সম্প্রদায়িকদের নিয়ে এখানে রাজনৈতিক ট্রামকার্ড দেয়ার অপচেষ্টা চালানো হয়। এ দাবি, সে দাবি নিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা সফল হয়নি।

এর আগে সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সম্মাননা প্রদান, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দৈনিক সংগ্রামের পথচলার সুদীর্ঘ ৫০ বছরের উত্থান পতন, ঘাত প্রতিঘাতের নানা ইতিবৃত্ত তুলে ধরে বলেন, দৈনিক সংগ্রাম সংগ্রাম করেই বেঁচে আছে। সংগ্রামের সাথে যারা অতীতে ছিলেন, এখন আছেন এবং আগামী দিনে থাকবেন তাদের সবার জন্য শুভ কামনা করেন তিনি।

“সত্যের সংগ্রামে নিবেদিত” এই স্লোগানকে সামনে রেখে দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষ্যে খুলনা ব্যুরোর উদ্যোগে কর্মসূচীর মধ্যে ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দৈনিক সংগ্রামের পক্ষ থেকে দু’জনকে মরণোত্তরসহ ২৬জনকে সম্মাননা প্রদান। যাদেরকে সম্পাননা দেওয়া হয় তারা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রেজাউল করিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ,

খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, বাংলাদেশ পাবলিকেশন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. মোবারক হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাব আহবায়ক এনামুল হক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. অনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাব সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মোহসীন আলী ফরাজী, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট মো. আনছার উদ্দিন, খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাহ উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিভাগের প্রতিনিধি মো. মিনহাজুল আবেদীন সম্পদ, ২৪ গণঅভ্যুত্থানে শহীদ সাকিব রায়হানের পিতা মো. আজিজুর রহমান।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, মাত্র ৫ মাসে একটা নতুন সরকার এতো বড় কঠিন দায়িত্ব, এতোগুলো চ্যালেঞ্জ ফেস করবেন। না সংস্কার করবেন, না রিফার্ম করবেন, না ইলেকশন করবেন, স্টেক হোল্ডারের সাথে মতবিনিময় করে একটা ন্যাশনাল ইউনিটি গড়ে তুলবেন? কি করবেন তিনি? যারা এখন অর্ন্তবর্তীকালীন অরাজনৈতিক সরকারে আছেন, কেউ তো জোর করে ক্ষমতা নেননি। ড. প্রফেসর ইউনুস তাকে ছাত্রজনতা ডেকে নিয়ে এসেছেন। তিনি তো এখনো বলেন, তারাতারি আমার দায়িত্ব পালন করে আামি আমার জায়গায় ফিরে যেতে চাই।

অথচ প্রায় ২ হাজার ছাত্র জনতার জীবন, ৩০ হাজার আহত ছাত্রদের আহাজারি, অনেকের চোখ নেই, পা নেই, হাত নেই, মগজের ঘিলু বের হয়ে গেছে। অনেকের সাথে আমরা দেখা করেছি। তাদের কথা, চোখের পানি কান্না কোন জবাব আমরা দিতে পারিনি। এসব কি বৃথা হয়ে যাবে? সে জন্য আমরা আজকের এই মিলন মেলা থেকে সকল রাজনৈতিক শক্তি ও নেতৃবৃন্দকে আহবান জানাবো, ফ্যাসিবাদ দমনে সংগ্রামে আমরা এক সাথে মিলে মিশে রাজপথে থেকেছি। রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা জীবন দিয়েছে। রাজনৈতিক দলের বিভিন্ন ইস্যুতে আলাদা আলাদা মতামত থাকতে পারে। কিন্তু পতিত স্বৈরচারকে স্পেস করে দেয়, তাকে আবার রাজনীতি করার সুযোগ করে দেয়, এমন কোন ইস্যু আমরা তৈরি করবো না।

ঊ/আ-এইচআর