UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বই মেলার দ্বিতীয় দিন

ঊষার আলো
মার্চ ২০, ২০২১ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ধীরে ধীরে জমে উঠছে খুলনার মুজিববর্ষ একুশে বইমেলা। ইতোমধ্যে বইয়ের স্টল মালিকগণ তাদের স্টল গুছিয়ে বসেছেন। মেলায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বইপ্রেমী দর্শক ক্রেতার আনাগোনা। শনিবার (২০ মার্চ) ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা’র ২য় দিন। বিকাল ৪টায় বইমেলার মঞ্চে স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠের আসরের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানমালার সূচনা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিশেনায় ছিল শাপলা কুড়ি খেলাঘর ও তারার মেলা সাংস্কৃতিক সংঘের শিল্পীবৃন্দ। প্রচুর দর্শকশ্রোতা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেখ আসাদুজ্জামান মিথুন, সাবিত্রী গাইন নীলিমা ও তরিকুল ইসলাম।

(ঊষার আলো-এমএনএস)