UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বকুলের সাথে সৌজন্য সাক্ষাৎ খুমেক হাসপাতাল কর্মকর্তাকর্মচারী ঐক্য পরিষদ গঠন

ঊষার আলো প্রতিবেদক
জানুয়ারি ১০, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ গঠিত হয়েছে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ও ৫ আগস্টের পূর্বে রাজপথে নিয়মিতদের নিয়ে বৃহত্তর পরিসরে গঠন করা হয়েছে এই কমিটি।

৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে মো: শরিফুর রহমান সভাপতি, শেখ আলিমুজ্জামান সাধারণ সম্পাদক, মোসাম্মাৎ শাহিদা খাতুন সিনিয়র সহ সভাপতি ও খোন্দকার হাসানুজ্জামান সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

বৃহস্পতিবার রাতে এ কমিটি গঠন করা হয়। পরে নেতৃবৃন্দ খুলনা বিএনপির অভিভাবক ও জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সাথে সাক্ষাৎ করেন ও ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন। জবাবে রকিবুল ইসলাম বকুল কমিটির সবাইকে শুভেচ্ছা জানান ও বিভিন্ন দিক নির্দেশনা দেন। ভবিষ্যতে এই কমিটি বিএনপির জাতীয় রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

ঊ/আ-এইচআর