UsharAlo logo
শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত এক

ঊষার আলো
মে ১৮, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (৩০) নামে এক ব‌্যক্তি নিহত হয়েছেন।বুধবার (১৮ মে) সকাল ৭টায় ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন দিনাজপুর জেলার পার্বতীপুর থানার চন্ডিপুর নয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রড বোঝাই ট্রাক দিনাজপুরে দিকে যাচ্ছিল।

পথে শেরপুর উপজেলার মহিপুর এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা নষ্ট হয়ে যায়। সেই চাকা ঠিক করার জন্য রাস্তার পাশে গাড়ি দাঁড় করে রেখে কাজ করছিলেন হেলপার।সকাল ৭টার দিকে বগুড়াগামী আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছনে ধাক্কা দেয়।

এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই হেলপার আলমগীর নিহত হয়।শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বাণী উল আলম জানান, ট্রাক ড্রাইভার সুমন হোসেনকে আটক করা হয়েছে।

ঊষার আলো-এসএ