UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর আদর্শ, সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরতে হবে : এমপি বাবু 

koushikkln
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ, সরকারের উন্নয়ন ও সফলতা জনগণের কাছে তুলে ধরতে আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায় থেকে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।

 

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে চলমান ভিশন-২০৪১ সফল করার প্রত্যায়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এমপি আক্তারুজ্জামান বাবু আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে শেষ করা যায়নি। কারণ আত্মত্যাগীরা আওয়ামী লীগ করে। বাংলাদেশে তৃনমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত এক একটি নেতাকর্মীর হৃদয়ে বাস করে বঙ্গবন্ধু। কোন পরাজিত শক্তি বঙ্গন্ধুর প্রতি সেই ভালবাসা কমাতে পারবে না। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমুল থেকে কেন্দ্রীয় পর্যায় সকল কর্মীদের আত্মনিয়োগে আওয়ামী লীগ টিকে রয়েছে এবং থাকবে। ‘তৃণমূলের নেতাকর্মী শেখ হাসিনার বিশ্বস্ততার জায়গা’। সেই তৃণমূলকে সংগঠিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এ্যাড. শেখ মোশাররফ হোসেনর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি জি এম মোহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মোঃ আবু হানিফ, প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাস্টার কফিল উদ্দিন, ফজর আলী, জিয়াদ আলী, খয়রুল আলম, নির্মল কুমার দাস, ইউপি চেয়ারম্যান ও আলীগ নেতা আব্দুস সামাদ গাজী, আছের আলী মোড়ল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমদাদুল হক টিটু, রোকনুজ্জামান কাজল, হুমায়ুন কবির হিরো, আক্তারুল ইসলাম সৌরভ, জেড এম হুমায়ুন কবির নিউটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিনিধি সভা শেষ একই স্থানে সকলের উপস্থিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অস্বচ্ছল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।