UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার জন্মদিন আজ

usharalodesk
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার আজ ৬৭ তম জন্মদিন । ১৯৫৫ সালের ১৩ ই সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি।

বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। টেলিফোনের মাধ্যমে আওয়ামী লীগ নেতারা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে। লন্ডন প্রবাসী হলেও তিনি বছরের একটি বড় সময় দেশেই কাটান। আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে শেখ রেহানা ‘ছোট আপা হিসেবে পরিচিত।

শেখ রেহানার ৩ ছেলে-মেয়ে। এদের মধ্যে ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ওই দিন একই সাথে হত্যা করে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল এবং শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে। সেসময় বঙ্গবন্ধুর ২ মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে গেছেন।

 

(ঊষার আলো-আরএম)