UsharAlo logo
শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর ভাস্কর্যে কেইউজের শ্রদ্ধাঞ্জলি, কেককাটা ও আলোচনা

ঊষার আলো
মার্চ ১৭, ২০২১ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) পক্ষ থেকে বুধবার (১৭ই মার্চ) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পরে প্রেসক্লাব চত্বরে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেউজে) সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীগের সাধারণ সম্পাদক, এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম, বিশিষ্ট কর আইনজীবী মনিরুল হুদা।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট।
ইউনিয়নের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, মোজাম্মেল হক হাওলাদার, মো: শাহ আলম, নিয়ামুল হোসেন কচি, এস এম নূর হাসান জনি, কৌশিক দে, আল মাহমুদ প্রিন্স সহ আরও অনেকে।

(ঊষার আলো-আরএম)