UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বঙ্গবন্ধুর সকল কাজের অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা’ 

koushikkln
আগস্ট ৮, ২০২১ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পরষ্পর অবিচ্ছেদ্য নাম। মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির জনক হয়ে উঠার নেপথ্যে বঙ্গমাতার অবদান, অনুপ্রেরণা, আত্মউৎসর্গ অনস্বীকার্য। বঙ্গবন্ধুর সকল প্রকার কাজের অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
রবিবার (০৮ আগস্ট) দুপুরে রূপসা উপজেলা যুবলীগ আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতির পিতার নাম স্বদেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরম শ্রদ্ধায় উচ্চারিত হওয়ার নেপথ্যে ছিলেন তাঁর প্রিয় সহধর্মিণী। আমৃত্যু নেপথ্যে থেকে জীবন সঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন এই মহীয়সী নারী। বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল একজন সাবেক রাষ্ট্রনায়কের সহধর্মিণীই নন, বাঙালির মুক্তিসংগ্রামের অন্যতম এক নেপথ্যের অনুপ্রেরণাদাত্রী ছিলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিটি সংকটময় মূহুর্তে তিনি ছায়ার মতো লেগে থাকতেন। কারাগারে সাক্ষাত করতে গিয়ে বঙ্গবন্ধুকে উৎসাহ-অনুপ্রেরণা জোগাতেন।
তিনি আরও উল্লেখ করেন, বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর দৃঢ় চেতনাকে আরো শাণিত করেছিলেন এই মহীয়সী নারী। গুরুত্বপূর্ণ ও দূরদর্শী সিদ্ধান্ত দিয়ে তিনি বাঙালি জাতির মুক্তিসংগ্রামকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেয়ার অনন্য ও ঐতিহাসিক অবদান রেখেছিলেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনের কথা উঠে এসেছে। তাদের মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নাম অগ্রগণ্য।
রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. কামাল উদ্দীন বাদশা।
আরও বক্তৃতা করেন জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, আশিষ রায়, হারুন মোল্লা, ব্রজেন দাস, প্রদীপ বিশ্বাস, হারুনার রশীদ, এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা মো. নোমান ওসমান রিচি, যুবলীগ নেতা বাদশা মিয়া, ফরিদ শেখ, সাইদুজ্জামান ছগির, সরদার জসীম উদ্দীন, শাহনেওয়াজ কবীর টিংকু, আব্দুর রউফ শিকদার, রতন মন্ডল, আবুল কালাম আজাদ, ইমতিয়াজ লস্কর, মোস্তাফিজুর রহমান হেলাল, শফিকুর রহমান ইমন, মেজবাবুর রহমান, তারেক আজিজ, রবিউল ইসলাম, আঃ রশিদ, মহিউদ্দিন মানিক, সাইফুল ইসলাম শাওন, এহতেশামুল হক অপু, মইনুল ইসলাম নিয়ন, ইখতিয়ার মোল্যা, মহিউদ্দীন খান প্রিতম,বাপ্পা রাজ, রাকিবুল ইসলাম রকি, বাবু শিকদার, জিল্লু শেখ, জাহিদ শেখ, জ্যাকি ইসলাম সজল, মো.আবু জাফর সরদার, আশিক, খায়রুজ্জামান সজল, সারিরুল ইসলাম হিমেল, ফ,ম সাকিব, রাহাত আমিন প্রমূখ।