UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু পরিষদ খুবি শাখার নবনির্বাচিত কমিটির শ্রদ্ধাঞ্জলি

usharalodesk
মে ৩০, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্কঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বঙ্গবন্ধু পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।  মঙ্গলবার (৩০ মে) দুপুরে পরিষদের নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. রুবেল আনছার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকীর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময়  উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ ও প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী ও প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী, দপ্তর সম্পাদক তৌফিক-ই-আহমেদ শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলে রাব্বী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রফেসর সেহরীশ খান, সাংস্কৃতিক সম্পাদক প্রফেসর ড. ইকবাল আহমেদ, শিক্ষা গবেষণা সম্পাদক মোঃ আশফিকুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কে. এম. আব্দুল্লাহ আল-আমীন রাব্বী, কৃষি, বন ও পরিবেশ সম্পাদক ড. দেবেশ দাস, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সালাউদ্দীন খান, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. শেখ মোঃ এনায়েতুল বাবর, প্রফেসর ড. এস. এম. ফিরোজ, প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, শামীমা সুলতানা, মাহমুদ-উজ-জামান, মেহেদী হাসান, মোঃ রুবেল হাসান বাপ্পী এবং উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। পরে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।