UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপনে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ঊষার আলো
জুন ১৫, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে খুলনার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার (১৫ জুন) বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমীর হোসেন, খুলনার আঞ্চলিক উপ-পরিচালক এ এস এম আব্দুল খালেক, খুলনা জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, পার্থ প্রতিম দাশ, শেখ তৌহিদুল ইসলাম, মাওঃ আব্দুর রহিম, মোঃ গোলাম রসুল বাদশা, প্রীতিশ কুমার রায়, অভিজিৎ কুমার মন্ডল, মারুফুল হক, ওয়াহিদুর রহমান, চেয়ারম্যানসহ সকল শিক্ষক কৃমকর্তারা বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপনে অংশগ্রহণ করেন।
(ঊষার আলো-এমএনএস)