UsharAlo logo
বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী শনিবার 

koushikkln
অক্টোবর ৭, ২০২২ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৮ অক্টোবর) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনার খালিশপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান।
দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, স্মৃতিচারণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য,বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে তখন এর নাম ছিল ইসলামিয়া হাই স্কুল। দেশ স্বাধীন হওয়ার পর এর নামকরণ হয় বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়। পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা অনুযায়ী এর নামকরণ করা হয় বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধুর নামকে স্মরণীয় রাখতে প্রাথমিক বিদ্যালয়টির নামকরণ করা হয় বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়। যা আজ বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত।