ঊষার আলো ডেস্ক : খালিশপুরের ঐতিহ্যবাহী বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন, র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় কর্মসূচি সফলে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক মো. কামরুল ইসলাম।
সাবেক শিক্ষার্থী মশিউর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মো. সামসুদ্দিন কচি, ইমরুল কায়েস, মো. ফিরোজ আহমেদ, সরাফাত হোসেন, শাহ আলম নান্নু, মো. বরকত হোসেন, মো. মাহমুদুল হাসান হিরু, নিগার সুলতানা, তরিকুল ইসলাম রিপন, নাসিরুজ্জামান, আমির হোসেন দুলাল, মিজানুর রহমান, মোহাম্মদ মিলন, মো. সিরাজুল ইসলাম কবির, মো. ইমদাদ ও আজিজুল জুয়েল প্রমুখ।