UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বটিয়াঘাটায় আমীর এজাজের নির্বাচনী শোডাউনে জনতার ঢল

বটিয়াঘাটা প্রতিনিধি
জুলাই ৪, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার বিকাল তিনটায় খুলনা জেলা বিএনপির সাবেক সভাপতি আমির এজাজ খানের নির্বাচনী শোডাউন ও পথসভা বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, বালিয়াডাঙ্গা, ও ভান্ডারকোট ইউনিয়নে অনুষ্ঠিত হয়।বটিয়াঘাটা উপজেলার সকল ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী শত শত, মোটোর সাইকেল ও গাড়ী বহর নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় রাস্তার দুইপাশে শত শত কর্মী সমর্থকদের দুই হাত নেড়ে প্রিয় নেতাকে অভিবাদন জানাতে দেখা যায়। এ সময়  খুলনা-১ (দাকোপ, বটিয়াঘাটা) নির্বাচনী এলাকায় আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাসী আমীর এজাজ খানকে ধানের শীষের ভোট প্রর্থনা করতে দেখা যায়। আগামী নির্বাচনে তাকে জয়যুক্ত করলে এলাকার মসজিদ, মন্দির, রাস্তা, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিতে দেখা যায়। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম জনি, সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, কামরুল ইসলাম সিপার, সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, সাবেক চেয়ারম্যান  ইসমাইল হোসেন মোল্লা (বাবু), মনিরুল ইসলাম হিরো, আবুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক বাপ্পি খান, জুবাইরুল হক, আঃ সালাম, মিহির মন্ডল, শুসংকর রায়, আঃ জব্বার,  আহাম্মেদ, রকিবুল ফকির, কবির গোলদার, টুটুল গোলদার, সেলিম মোল্যা,আলম মেম্বার, খোকোন মোল্লা,সামসুল হক প্রমুখ।
ঊআ-বিএস