UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বটিয়াঘাটায় কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

ঊষার আলো
মে ২, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : বটিয়াঘাটা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রোববার (২ মে) আমিরপুর ইউনিয়নের কৃষক তপন কুমার পালের ২বিঘা জমির ধান ডিজিটাল রিপার দ্বারা কেটে দেয়া হয়।
এসময় খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ মোতালেব হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, চেয়ারম্যান জিএম মিলন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির, জেলা কমিটির সদস্য আছাদুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ ইউনিয়ন, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষক তপন কুমার বলেন, তিনি গরীব মানুষ। শ্রমিকের মুল্যবেশি, তীব্র গরম- অপরদিকে শ্রমিককে টাকা দেয়া তার জন্য কষ্টকর হতো। ধান কেটে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

(ঊষার আলো-এমএনএস)