ঊষার আলো ডেস্ক : জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতির পদ দীর্ঘদিন শূন্য থাকায় সংগঠনের কার্যক্রম থমকে পড়েছে। এমতাবস্থায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার এবং গঠনকে শক্তিশালী করার জন্য সভাপতির শূন্য পদটি পূরণ করার প্রয়োজনীয় হয়ে পড়ে। সে কারণে জাতীয় শ্রমিক লীগ, খুলনা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দরা আলাপ-আলোচনা করে মোঃ নজরুল ইসলাম খানকে বটিয়াঘাটা উপজেলার শাখার সভাপতির দায়িত্ব দেয়া হয়। ১৪-০৪-২০২১ তারিখ হতে মোঃ নজরুল ইসলাম খান সভাপতি হিসেবে বটিয়াঘাটা উপজেলার সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
সভাপতির দায়িত্ব পাওয়ার পরে মোঃ নজরুল ইসলাম খান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক মোঃ কামরুল গাজী, এইচ এম রোকন, সোহাগ হাওলাদার, শহীদুল ইসলামসহ আরও অনেক নেতৃবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)