UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্তদের সহায়তায় ত্রাণ তৎপরতা আরও বাড়াতে হবে

usharalodesk
জুন ১৮, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বন্যায় হঠাৎ তলিয়ে গেছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা। এসব জেলায় সরকারিভাবে ত্রাণ তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বানভাসী মানুষের কষ্ট লাঘবে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

শনিবার (১৮ জুন) এক সংবাদ বিবৃতিতে এ আহ্বান জানান জাপা চেয়ারম্যান।বন্যার্তদের সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে জিএম কাদের বলেন, প্রাকৃতিক এই দুর্যোগে লাখ লাখ মানুষের মধ্যে হাহাকার উঠেছে। কোথাও কোথাও খাদ্য সংকট প্রকট হয়ে উঠছে।

বন্যার্তদের মধ্যে শিশু খাদ্য, ওষুধসহ বিভিন্ন ধরনের অভাব পরিক্ষিত হচ্ছে জীবনরক্ষাকারী অসুধের।বর্ণাত্যদের সার্বিক সহায়তা করতে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান।

ঊষার আলো-এসএ