UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ট্রলার ডুবি : মা-মেয়ের মৃতদেহ উদ্ধার

koushikkln
এপ্রিল ৮, ২০২২ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বরিশালে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যাওয়ার পর মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও তিন জন। মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১১টায় গজারিয়া নদীর বামনের চর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুরাতন চর এলাকার ছত্তার মুন্সীর স্ত্রী মাহিনূর বেগম (৫৫) ও তার মেয়ে নাছরিন বেগম (২৫)।
স্থানীয়রা জানান, সকালে ১৭ জনকে নিয়ে নতুন চর থেকে পুরাতন চরের উদ্দেশ্যে রওনা দেয় ট্রলারটি। মাঝ নদীতে টেউয়ের আঘাতে ডুবে যায়। ট্রলারের দুই যাত্রী মারা গেছেন। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ তিন জনের সন্ধানে অভিযান চলছে। উদ্ধার যাত্রীদের মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিখোঁজ, আহত ও অসুস্থদের নাম-পরিচয় জানা যায়নি। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড, নৌ ও থানা পুলিশ অভিযান চালাচ্ছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি তৌহিদ জামান, সকাল সাড়ে ১০টায় ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি। ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্টা গার্ড টিম দুই জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। জীবিত উদ্ধার করা হয়েছে চার জনকে। এখনও তিন জন নিখোঁজ।