UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান পরিস্থিতি নিয়ে মিডিয়ার ভূমিকা শীর্ষক বিজেপিসির কর্মশালা অনুষ্ঠিত

koushikkln
জানুয়ারি ২৪, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ, উপায়, এই সম্পর্কে মিডিয়ার ভূমিকা নিয়ে CSO এবং মিডিয়াদের নিয়ে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির কর্মশালা দৈনিক প্রভাব ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি( বিজেপিসি) এর আয়োজনে সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল 19 এর  সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক ও প্রজেক্ট কর্ডিনেটর গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের উপস্থাপনায় ও  জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কালের কন্ঠে রিপোর্টার কৌশিক দে এর এর সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার চিফ রিপোর্টার এনামুল হক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল,
বিজেপিসির কার্যনির্বাহী সদস্য মাছরাঙ্গা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেলা মুস্তাফা জামান,বিজেপিসির সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান,সি ডব্লিউ এফ এর পরিচালক ও  সি ডব্লিউ এফ এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সি ডব্লিউ এফ এর এডভোকেসি ও কমিউনেকেশন অফিসার ইভানা আফরিন। অনুষ্কাশটির সঞ্চালনা করেন সিএম কেএস এর প্রজেক্ট কর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সদস্য
শেখ কামরুল হাসান,মাসুম বিল্লাহ ইমরান,মোহাম্মদ সিয়াম,মোহাম্মদ শামীম, এছাড়া  LGBTQIA+ এবং যুব নারীদের অধিকার, বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ, উপায়, এই সম্প্রদায়কে কাজ করার জন্য CSO এবং মিডিয়ার ভূমিকা নিয়ে সমমনা CSO এবং মিডিয়ার সাথে কর্মশালায় খুলনার বিভিন্ন এনজিও এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।