তেরখাদা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি ও কৃষক বান্ধব। সোনার বাংলাদেশ গড়তে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সমৃদ্ধ কৃষির কোনো বিকল্প নেই এটা বঙ্গবন্ধু বুঝেছিলেন বলেই বঙ্গবন্ধু ভালো করেই জানতেন “যারা যোগায় খুদার অন্য কৃষি হল তাদের জন্য” তাই বঙ্গবন্ধু তার স্বল্পকালীন সময়ের শাসন আমলে কৃষির উন্নয়নে যেসব যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন ২৫- বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ,কৃষিতে ভর্তুকি ব্যবস্থা সার কীটনাশক বীজ ও সেচ যন্ত্রাংশ সরবরাহ।আর তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কৃষি উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন।কৃষি ক্ষেত্রে বহুমুখীকরণ বাণিজ্যিকরণ ঘটেছে এবং বর্তমান সরকার খাদ্য স্বয়ংসম্প‚র্ণতা অর্জন সহ খ্যাতি পেয়েছে কৃষি বান্ধব সরকার হিসাবে।
রবিবার (২০ নভেম্বর)বিকাল চারটার সময় তেরখাদা উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত রবি মৌসুমে গম ভুট্টা সরিষা সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনাম‚ল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি তিনি বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, শেখ রাজামিয়া মোল্যা, মোল্যা জিয়াউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,এলজিইডি কর্মকর্তা মোঃ ওয়ালিদ ইবনে হাসান,সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জনাব আলী শেখ,এজিএম বাছিতুল হাবিব প্রিন্স, মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, এস এম নাজমুল ইসলাম, মোঃ ইলিয়াছুর রহমান, জিল্লুর রহমান নান্নু, শেখ মোঃ আনিচুল হক, খান ফরহাদুজ্জামান সুমন, শেখ হুসাইন আহমেদ, মোঃ আনারুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,এদিন তিনি উপজেলার বারাসাত ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন, তেরখাদা সদরে ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।