UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশির সুরে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে জড়ো হয় শরীরে

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাহাতাব মোড়ল তিনি যশোরের কেশবপুরের একজন বংশীবাদক। তবে সবাই তাকে চেনেন মৌমাছি মাহাতাব নামে। তিনি বাঁশিতে ফুঁ দিতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে জড়ো হয় তার শরীরে।

মধুর চাক ভাঙতে ভাঙতে মৌমাছির প্রতি তার এক অন্যরকম ভালোবাসা তৈরি হয়। প্রথম প্রথম টিনের থালার মাধ্যমে একটি দুটি মৌমাছি শরীরে নিতে নিতে এখন বাঁশির সুরে হাজারও মৌমাছি আনতে পারেন তিনি।

বাড়িতে বাঁশির সুর শুরু করলেই ৫ মিনিটে হাজারও মৌমাছি তার শরীরে জড়ো হয়। আর সুর বন্ধ হলেই মৌমাছিরা উড়ে পাশের বাগানে চলে যায়।

কাজটি বেশ ঝুঁকিপূর্ণ হলেও অভ্যাস হয়ে যাওয়ায় এখন আর ভয় লাগে না মাহাতাব মোড়লের। মূলত মধু আহরণ করেই সংসার চলে তার। সংসারে স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

বাঁশির সুরে মৌমাছিদের শরীরের আনার কৌশল আয়ত্ব করায় এলাকায় সে পরিচিতি পেয়েছে মৌমাছি মাহাতাব নামে। বিভিন্ন স্থান থেকে তার বাড়িতে মানুষ এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে ভিড় জমায়।

(ঊষার আলো-এফএসপি)