UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বিরুদ্ধে ভারত উঠেপড়ে লেগেছে

usharalodesk
ডিসেম্বর ১০, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে ভারত উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত। ভারত দিনরাত অহর্নিশি ডাহা মিথ্যা কথা প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করছে।

সোমবার মানিকগঞ্জের শিবালয়ের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে শহিদ রফিকুল ইসলাম, আফিকুল ইসলাম সাদ ও সায়াদ মাহমুদ খান এবং আহত সাকিব খান ও হাসনা হেনার পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আমরা জিয়া পরিবার’র ব্যানারে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে নিহত শহিদ রফিকের বাবা রহিজ উদ্দিন, শহিদ আফিকুল ইসলাম সাদের বাবা শফিকুল ইসলামও বক্তব্য রাখেন।

রিজভী বলেন, ভারতে অসংখ্য মুসলমান, খ্রিষ্টান নেতাদের গ্রেফতার করা হচ্ছে। তাতে বাংলাদেশ কোনো মাথা ঘামায় না অথচ দেশের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রবিরোধী কাজের জন্য সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারে প্রতিবেশী দেশ ভারত তুলকালামকাণ্ড করছে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করে এসব পণ্য উৎপাদন আমাদের দেশ করতে পারবে না।’

রিজভী বলেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ২০০০ ছাত্র-জনতার হত্যার দায় নিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তিনি ভেবেছিলেন তার প্রভু ভারত সরকার তাকে টিকিয়ে রাখবেন। কিন্তু পারেনি।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের অবদানের কথা স্মরণ রাখতে হবে। তাদের নামে স্থাপনা ও সড়কের নামকরণ করতে হবে। বিএনপি জনগণের দল। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।

ঊষার আলো-এসএ