ঊষার আলো ডেস্ক: আাজ ২২ অক্টোবর শনিবার বাংলাদেশ ছাত্র মৈত্রী খুলনা জেলা কমিটির ২০তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় গোলকমণি শিশু পার্কে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রধান অতিথি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাবেক ছাত্র নেতা কমরেড মোস্তফা আলমগীর রতন জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অতুলন দাস আলো সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনান্তে একটি সুসজ্জিত র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেলা ১১:৩০টায় খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা ঃ অর্জন ও বাস্তবতা’ প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি বিকাশ চন্দ্র মÐলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অর্পিতা রায়ের সঞ্চালনায় সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা সভাপতি কমরেড এ্যাড. মিনা মিজানুর রহমান, খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বৈষম্যমুক্ত শিক্ষা ব্যবস্থা সম্ভব নয়। শিক্ষা সর্বজনীন, শিক্ষা প্রতিটি ছাত্রের মৌলিক অধিকার। বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার কারণে আজ শিক্ষা ব্যবস্থা বহুধা বিভক্ত ঃ একদিকে কিÐার গার্টেন, টিউটোরিয়াল হোমস, রেসিডেন্টশিয়াল মডেল কলেজ, ক্যাডেট কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যা সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানদের পড়ার সামর্থ্য নেই। এই বিভাজন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষাকে অবৈতনিক, সকল নাগরিকদের জন্য সমান ব্যবস্থা তৈরি করতে হবে। শিক্ষা খাতে জাতীয় বাজেটের ৮% বরাদ্দ দিতে হবে। তিনি একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার জোর দাবি জানান। সভায় উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে মুক্ত বুদ্ধির চর্চাসহ ছাত্র সংসদ গঠনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির দাবী করেন এবং সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সক্রিয় করারও দাবী করেন।
২য়পর্বে বেলা ২:৩০টায় সংগঠন কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে বিকাশ চন্দ্র মÐলকে পুনঃ সভাপতি, সাইফুল ইসলাম সাদ্দামকে সাধারণ সম্পাদক ও জাহিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট খুলনা জেলা ছাত্র মৈত্রীর কমিটি গঠন করা হয়।