UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাউবি ছাত্র-ঐক্য পরিষদের আলোচনা সভা ও ইফতার

koushikkln
এপ্রিল ৭, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র-ঐক্য পরিষদ, খুলনা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মাসুমের সঞ্চালনায় কাইফেং চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে (৭ এপ্রিল) উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সরকারি মহসিন কলেজের প্রিন্সিপ্যাল  প্রফেসর ড. মোঃ হানিফ মল্লিক, সরকারি এম এম সিটি কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর তন্ময় কুমার সাহা, ভাইস-প্রিন্সিপ্যাল মোঃ মনিরুল ইসলাম সরদার, দৌলতপুর দিবা-নৈশ কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ বুলু, খুলনা আঞ্চলিক কেন্দ্রের সাবেক আঞ্চলিক পরিচালক সরদার সাইদুজ্জামান, সেকশন অফিসার মোঃ মেশকাত হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন- বাউবির খুলনা আঞ্চলিক কেন্দ্রের অনেক অনিয়ম ও দুর্নীতি হয়। এই দুর্নীতি বন্ধের জন্য বাউবি ছাত্র-ঐক্য পরিষদকে আমরা সকল সহযোগিতা করবো। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, খুলনা মহানগর যুবলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান পলাশ। তারা সংগঠনের সবধরণের সহযোগিতার আশ্বাস দেন। আরও উপস্থিত ছিলেন- সংগঠনের খুলনা আঞ্চলিক শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম, কাজী মাজহারুল হক লিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ রানা, প্রচার সম্পাদক হাসান শাহ, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সবুজ, সহ-কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম অপু, সহ-মহিলা সম্পাদিকা ফারজানা রহমান, প্রেস ও মিডিয়া সম্পাদিকা প্রিয়া রহমান প্রমুখ।

ঊআ/বিএস