আরিফুর রহমান (বাগেরহাট) : বাগেরহাটের চিতলমারী উপজেলার চা ল্যকর গৃহবধু কুলসুম আক্তারকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে, সর্বোপরি বিবাহের কয়েকমাসের মাথায় তার মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগশন পিবিআই।
কুলসুমের পিতার অভিযোগ যৌতুকের টাকা না পেয়ে নির্যাতনের এক পর্যায়ে কুলসুমকে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর পিতা হাফিজুর রহমান বাগেরহাটে আদালতে একটি মামলা দায়ের করেছেন। আর চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গত ৩ জুন উপজেলার দক্ষিন নালুয়া গ্রামে।
জানা গেছে, এ বছরের ৫ ফেব্রুয়ারী উপজেলার কলিগাতী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে কুলসুম আক্তার (২০) এর সাথে একই উপজেলার নালুয়া (দক্ষিন) গ্রামের মো: আইয়ুব আলীর ছেলে মো: লুৎফর রহমান শেখ এর সামাজিক ভাবে বিবাহ হয়। বিবাহের এক মাসের মধ্যে স্বামী লুৎফর রহমান মোটর সাইকেল ক্রয়ের কথা বলে কুলসুমের পিতার নিকট ২ লাখ টাকা আনার জন্য কুলসুমকে চাপ সৃষ্টি করে।
এক পর্যায়ে কুলসুম গরীব পিতার নিকট থেকে ১ লাখ টাকা এনে স্বামীর হাতে তুলে দেয়। এরই কিছুদিন পর পুনরায় স্বামী যৌতুকের জন্য বাকী ১ লাখ টাকা আনতে বলে। বাকী ১ লাখ টাকা আনতে অপরগতা দেখালে কুলসুমকে তার শ্বাশুড়ী মনিরা বেগম, খালা শ্বাশুড়ী খুকু বেগম, শ্বশুর আইয়ুব আলী নির্যাতন শুরু করে। নির্যাতন সইতে না পেরে গত ৩ জুন ভোর সাড়ে ৪ টায় কুলসুম তার পিতার বাড়িতে পালিয়ে অসার চেষ্টা করে।
এ সময় তার শ্বাশুড়ী দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে শ্বাশুড়ী, খালা শ্বাশুড়ী, শ্বশুর ও খালু শ্বশুর কুলসুমকে ধরে এনে ঘরে আটকে রেখে পালাক্রমে মারপিট করে। এ সময় কুলসুম অজ্ঞান হয়ে গেলে নির্যাতনকারীরা কুলসুম আক্তারের মুখের ভিতরে বিষ ঢেলে দিয়ে জোর পূর্বক ভক্ষন করায় এবং বিষয়টি আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করে।
খবর থানা পুলিশ লাশ উদ্ধার করে ইউডি মামলা ও লাশের সুরতহালশেষে ময়না তদন্ত করায়। এ ব্যপারে কুলসুমের পিতা হাফিজুর রহমান জানান, মেয়েকে নির্যাতন ও হত্যার বিষয় জানতে পেরে আমি ৬ জুন বাগেরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ ৯১/২০২২ নং একটি অভিযোগে দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেয়। সঠিক তদন্ত হলে আমার মেয়ের হত্যার মূল ঘটনা উদঘাটন হবে। আমি এই হত্যাকান্ডের বিচার চাই।
এ বিষয়ে বাগেরহাট পিবিআই কর্মকর্তা মোঃ জাকির হোসেন মঙ্গলবার সকালে জানান, আদালতের নির্দেশের কাগজপত্র গত ২দিন আগে হাতে পেয়েছি। সঠিক তদন্ত করে আমরা কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন প্রদান করব।
(ঊষার আলো-এফএসপি)