UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে চোর চক্রের ২ সদস্য আটক, চোরাই মটর সাইকেল উদ্ধার

usharalodesk
আগস্ট ১, ২০২১ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : খুলনা পুলিশের একটি দল বাগেরহাটের চিতলমারী উপজেলায় অভিযান চালিয়ে মটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে। এদের স্বীকারোক্তি মতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪ টি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান একটি এ্যাপাচি মটরসাইকেল উদ্ধার হয় এলাকার জনৈক মানিক হীরার হেফজত থেকে।

কেএমপি পুলিশের এসআই সাইদুর রহমান জনানা, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা পুলিশের একটি টিম রবিবার ভোর রাতে বাগেরহাটের চিতলমারি উপজেলায় অভিযান চালায়। উপজেলার আড়–য়াবর্ণি, খড়মখালী ও হিজলা এলাকা থেকে পৃথকভাবে এ্যাপাচিসহ ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর আগে মটর সাইকেল চোর সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চিতলমারি উপজেলার হিজলা গ্রামের এহিয়া কাজীর ছেলে মাসুক কাজী (৩০) ও পার্শ্ববর্ত্তি গোপালগঞ্জ সদরের পাইক কান্দি গ্রামের মৃত আব্দুর সত্তার শিকদারের ছেলে মনিরুজ্জামান মিলন (৪৮) । উদ্ধার করা মটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ২ সদস্যকে রবিবার (১আগস্ট) সকালেই খুলনায় নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গতঃ বাগেরহাট জেলা শহর থেকেও একের পর এক মটরসাইকেল চুরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

(ঊষার আলো-আরএম)