UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে বাজেট পর্যালোচনা সংলাপে আলোচকরা

pial
জুন ২৭, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান (বাগেরহাট) : স্বাধীনতার ৫০ বছরেও জাতীয় বাজেটে গনতন্ত্রায়ন ও বিকেন্দ্রী করন করা হয়নি। প্রতি বছরই আমলারা কেন্দ্র নির্ভর জাতীয় বাজেট প্রনয়ন করে। যা জনকল্যান প্রশ্নবিদ্ধ হয়। অনিয়ম-দুর্নীতি করার সুযোগ তৈরী হয়। তাই সবার জন্য বাজেট সবাই মিলে বাজেট এই ভাবনার আলোকে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বাজেট পর্যালোচনা, পদ্মাসেতুর সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক নাগরিক সংলাপে অংশগ্রহনকারী আলোচকরা এ কথা বলেন।

বেসরকারি সংস্থা এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে গনতান্ত্রিক বাজেট আন্দোলন বাগেরহাট জেলা শাখার আয়োজনে সোমবার বেলা ১১ টায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে ধারনাপত্র পাঠ করেন বাজেট আন্দোলনের জেলা সম্পাদক সৈয়দ মিজানুর রহমান।
নাগরিক সংলাপে গনতান্ত্রিক বাজেট আন্দোলনের সভাপতি মোঃ নুর আলম শেখ তার স্বাগত বক্তব্যে বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিশ^মহামারি করোনায় দেশের খাদ্য ঘাটতি পুরনে আমাদের দেশের কৃষকরাই অগ্রনি ভুমিকা রেখেছে। প্রধান মন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কৃষকরা জমি অনাবাদি রাখেনি। অথচ জাতীয় বাজেটে কৃষকদের অংশগ্রহনের কোন সুযোগ হয়নি। আমলারা কেন্দ্র নির্ভর বাজেট করে।

যেখানে জনগনের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি বা সংসদ সদস্যরা কোন সুযোগ পায় না। বাজেটে সংযোজন বা বিয়োজন সবই প্রধানমন্ত্রীর নির্দেশনায় হয়। জনগনের টাকার বাজেট জনগনের অংশ গ্রহন করার সুযোগ নেই। স্বাধীনতা পরবর্ত্তি ৫০ বছর ধরে জাতীয় বাজেট আমলারা করছে। দেশের উপকুলীয় জেলাগুলি সব সময়ই বাজেট বি ত হয়ে আসছে। তাই উপকুলীয় জেলার উন্নয়নে উপকুলীয় বোর্ড গঠন করে ওই বোর্ডে সম্পৃক্ততায় বাজেট করার দাবী তোলেন এই নাগরিক নেতা। নাগরিক সংলাপ অনুষ্ঠানে সিপিবি নেতা ফরুরুখ হাসান জুয়েল, নাগরিক নেতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মুখার্জী রবীন্দ্র নাথ রায়, আওয়ামী লীগ নেতা আহাদ উদ্দিন হায়দার, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, অ্যাডভোকেট লুনা সিদ্দিকী, জাতীয়তাবাদী যুবদল নেতা সুজাউদ্দিন মোল্লা সুজন, কৃষক নেতা কমরেড সেকেন্দার আলী, সংবাদ কর্মী আহসানুল করিম, এনজিও প্রতিনিধি আলমগীর হোসেন মিরুসহ ছাত্র-যুব ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সংলাপে।

(ঊষার আলো-এফএসপি)