UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে হেফাজত কর্মীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত

ঊষার আলো
এপ্রিল ১৯, ২০২১ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাগেরহাটে হেফাজত কর্মীদের হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আজ ১৯ এপ্রিল সোমবার বেলা পৌনে ১১টা দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে এই হামলার ঘটনা ঘটেছে। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির জানান, হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে আটকের প্রতিবাদে মিছিল করার জন্য হাসপাতাল মোড়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জড়ো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জড়ো হওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশের উপর হামলা চালায়। এতে আমিসহ আমার ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেছেন, ‘পুলিশের উপর হামলার খবর শুনে আমি ঘটনাস্থলে রওনা দিয়েছি। প্রাথমিকভাবে জেনেছি, ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

(ঊষার আলো- এম.এইচ)