UsharAlo logo
রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট ফোরামের ঈদ পূনর্মিলনী

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো খুলনাস্থ বাগেরহাটবাসীদের নিয়ে গঠিত বাগেরহাট ফোরামের ঈদ পূনর্মিলনী। শুক্রবার (১১ এপ্রিল) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে এ ঈদ পূনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল আলম। খুলনাস্থ বাগেরহাট ফোরামের সভাপতি মোশাররফ হোসাইন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাঃ আসাদুল্লাহিল গালিব ও সহ সেক্রেটারি মুস্তাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট ফোরামের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা রেজাউল করীম, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, আদর্শ শিক্ষক ফেডারেশনের খুলনা মহানগর সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল আলীম ও শেখ মনজুরুল হক রাহাদ, ফোরামের উপদেষ্টা ইসলামী ব্যাংকের ডিএমডি মাকসুদুর রহমান মিলন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ সাদেক আলী, শেখ মোঃ শহিদুল ইসলাম, মোঃ কামরুজ্জামান নাছির, মাওলানা জুলফিকার আলী, জয়েন্ট সেক্রেটারি মোঃ ইখলাসুর রহমান, সহ সেক্রেটারি ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন, মিনহাজুল আবেদীন সম্পদ, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক কাজী ইনামুল কবীর, সহ অর্থ সম্পাদক মুহাম্মাদ মারুফ বিল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ইমরান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাঈম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বি এম মনিরুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহ শিক্ষা সম্পাদক কাজী কামরুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক ডাঃ হাসান আল বান্না, সহ ছাত্র বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, প্রচার সম্পাদক এম নিয়ামুল বারী হুজাইফা, মিডিয়া সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সহ সাংস্কৃতিক সম্পাদক তাওহীদুল ইসলাম আব্বাস, আইটি সম্পাদক মুয়াজ আব্দুল্লাহ।

ঊআ-বিএস