বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা বাজারে বৈদ্যুতিক সর্টসাকিটের মাধ্যমে আগুন লেগে ৬ টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকান্ডের খবর পেয়ে রামপাল উপজেলার ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করে।
এ সময়ের মধ্যে তাপসী কুন্ডুর খাবার হোটেল, আবুল হুজুরের গ্যারেজ, কামরুল ইসলামের কম্পিউটারের দোকানসহ ৬টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।
গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজীব সরদার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে একটি গ্যারেজ থেকে বৈদ্যুতিক সর্টসাকিটের মাধ্যমে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিয়ন্ত্রন করেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে।
(ঊষার আলো-এফএসপি)